Home বিনোদন

ছেলের নাম প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি, ভালোবাসায় ভাসছে ‘বিহান কৌশল’

22
0

বলিউডের জনপ্রিয় তারকা জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল যে ছেলে সন্তানের বাবা–মা হয়েছেন, সে খবর আগেই জানা ছিল। তবে সন্তান জন্মের পর থেকে ছেলের নাম ও ছবি প্রকাশ্যে আনেননি তারা। ফলে প্রিয় এই তারকা দম্পতির সন্তানের নাম জানার অপেক্ষায় ছিলেন ভক্তরা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন ভি-ক্যাট।

সোশ্যাল মিডিয়ায় সন্তানের হাতের একটি ছবি পোস্ট করে ক্যাটরিনা লিখেছেন,
“আমাদের আলোর রশ্মি— বিহান কৌশল। আমাদের প্রার্থনার ফল। জীবন সত্যিই সুন্দর। এক মুহূর্তে আমাদের জীবন বদলে গেছে। আমি কতটা কৃতজ্ঞ, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।”

জানা গেছে, ‘বিহান’ একটি সংস্কৃত শব্দ। এর অর্থ ভোর বা সকাল— যা নতুন দিনের, নতুন যুগের সূচনাকে বোঝায়।

ছেলের নাম প্রকাশের পরই নেটিজেনদের মধ্যে দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। কমেন্ট বক্সে ভালোবাসা আর শুভকামনায় ভরে ওঠে পোস্টটি। শুধু ভক্তরাই নয়, বলিউডের বহু তারকাও ছোট্ট বিহানকে শুভেচ্ছায় ভরিয়ে দেন।

পরিণীতি চোপড়া লিখেছেন, “ছোট্ট বেবি, অনেক ভালোবাসা।” এছাড়া দিয়া মির্জা, ভূমি পেডনেকার, হৃতিক রোশান, অদিতি রাও হায়দারি-সহ অনেক তারকাই ভালোবাসা ও আশীর্বাদ জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সাওয়াই মাধোপুরে অবস্থিত সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘরোয়া আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেবল ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যরা।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here