ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ এবার দুই নায়িকাকে নিয়ে নির্মিত একটি ওয়েব সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। যদিও এখনো সিনেমাটির নাম চূড়ান্ত হয়নি, তবে জানা গেছে—ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে এর শুটিং শুরু হয়েছে।
ইরফানের সঙ্গে এই ছবিতে অভিনয় করছেন বড়পর্দার সুপরিচিত দুই নায়িকা আশনা হাবিব ভাবনা ও প্রার্থনা ফারদীন দীঘি। ডার্ক থ্রিলার ঘরানার গল্পে নির্মিত এই ওয়েব সিনেমাটি পরিচালনা করছেন সুমন ধর।
ছবি প্রসঙ্গে পরিচালক সুমন ধর বলেন, ‘গল্পের চরিত্রের প্রয়োজনে যাদের উপযুক্ত মনে হয়েছে, তারাই এই ছবির অভিনয়শিল্পী। প্রিয় কয়েকজন শিল্পীকে নিয়ে কাজটি করছি। ঠিকঠাকভাবে শেষ করে দর্শকদের সামনে আনতে চাই।’
অভিনেতা ইরফান সাজ্জাদ বলেন, ‘ডার্ক থ্রিলার ধাঁচের গল্প বরাবরই আমার পছন্দের। এমন গল্পে অভিনয়ের সুযোগ এলে কখনো না করি না। আমার চরিত্রে অনেকগুলো স্তর রয়েছে, ফলে অভিনয়ের যথেষ্ট সুযোগ আছে। কয়েক দিনের শুটিং আমার জন্য দারুণ উপভোগ্য ছিল।’
সহশিল্পীদের বিষয়ে ইরফান বলেন, ‘ভাবনার সঙ্গে আগেও কয়েকটি কাজ করেছি, সে খুবই ভালো অভিনেত্রী ও সহশিল্পী হিসেবে সাপোর্টিভ। দীঘির সঙ্গে এই প্রথম কাজ করছি, তাকেও সহশিল্পী হিসেবে দারুণ মনে হয়েছে। সবাই মিলে আনন্দ নিয়েই কাজ করছি।’
পরিচালক সুমন ধরের সঙ্গে আগের কাজের অভিজ্ঞতা তুলে ধরে দীঘি বলেন, ‘সুমনের প্রতিটি গল্পই আলাদা। এবারও তার ব্যতিক্রম হয়নি। তার সঙ্গে কাজ করতে সব সময়ই একটা সাচ্ছন্দ্য থাকে।’ উল্লেখ্য, এর আগে সুমনের পরিচালনায় ‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ নামের দুটি ওয়েব ফিল্মে কাজ করেছেন দীঘি।
নতুন ছবি নিয়ে আশনা হাবিব ভাবনা বলেন, ‘এমন চরিত্রে আগে কাজ করা হয়নি। গল্পটা খুবই চমৎকার। চরিত্র সম্পর্কে ধারণা দিতে শিগগিরই পোস্টার প্রকাশ করা হবে। আমি কাজটা ভীষণ আনন্দ নিয়ে করছি।’ বর্তমানে তার অভিনীত ‘যাপিত জীবন’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
জানা গেছে, দুই নায়িকা ও এক নায়ককে কেন্দ্র করে নির্মিত এই ওয়েব সিনেমাটি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।










