Home আন্তর্জাতিক কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প

কাতারে আর হামলা চালাবে না ইসরায়েল: ট্রাম্প

2
0

ইসরায়েল কাতারে আর হামলা চালাবে না বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে দোহায় ইসরায়েলের হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার পর ঘনিষ্ঠ মিত্র কাতারের উদ্দেশে এ আশ্বাস দেন ট্রাম্প।

বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘তিনি (নেতানিয়াহু) কাতারে আঘাত হানবেন না। কাতার খুব ভালো মিত্র, অনেকেই এটা জানে না। তবে তিনি কাতারে হামলা করবেন না। হয়তো তাদের (হামাস নেতাদের) পিছু নেবে।’

ট্রাম্পের এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু উপসাগরীয় এই দেশে হামাস নেতাদের বিরুদ্ধে এর আগে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কাতারে হামলা চালানোর আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বিষয়টি জানিয়েছিলেন। তবে ট্রাম্প এ প্রতিবেদনের তথ্য অস্বীকার করে জানান, এমনটি হয়নি। হামলার খবর তিনি কীভাবে জানলেন জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘আপনাদের মতো আমিও তখনই জেনেছি।’

এ বিষয়ে হোয়াইট হাউস জানায়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর মার্কিন সামরিক বাহিনী প্রশাসনকে বিষয়টি জানায়। তখন ট্রাম্পের আপত্তি জানানোর সুযোগ ছিল না।

এদিকে, সোমবার দোহায় জরুরি আরব-ইসলামিক শীর্ষ সম্মেলনে নেতারা কাতারে ইসরায়েলের হামলার তীব্র সমালোচনা করেন। তারা বলেন, এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে। তারা ইসরায়েলের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। অন্য কোনো পদক্ষেপ নিতে পারেন

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here