Home বিনোদন

থাইল্যান্ড ভ্রমণে রাজ–শুভশ্রীর নতুন বছর, মাঝ আকাশে বিমানের বিপত্তিতে অল্পের জন্য রক্ষা

21
0

টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী সপরিবার নতুন বছর উদযাপন করতে গিয়েছিলেন থাইল্যান্ডে। পুত্র ইউভান ও কন্যা ইয়ালিনিকে নিয়ে থাইল্যান্ডের রাজপথে বর্ষবরণে মেতে ওঠেন তারকা দম্পতি। সমুদ্রদ্বীপের আনন্দঘন মুহূর্তে পরিবারকে ঘিরেই ছিল রাজ–শুভশ্রীর সব ব্যস্ততা।

বছর শেষে মুক্তি পেয়েছে শুভশ্রী অভিনীত সিনেমা ‘লহ গৌরাঙ্গের নাম রে’। পাশাপাশি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘নটী বিনোদিনী’ ছবিতে তার অভিনয় দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছে। অন্যদিকে রাজ চক্রবর্তীও শেষ করেছেন তার আগামী ছবি ‘হোক কলরব’-এর শুটিং। টানা কাজের চাপের মাঝেই কিছুটা সময় বের করে পরিবার নিয়ে নতুন বছরকে নিজেদের মতো করে স্বাগত জানাতে থাইল্যান্ডে পাড়ি দেন তারা।

থাইল্যান্ডে কাটানো দিনগুলো ছিল বেশ রঙিন। মা-মেয়ের বিকিনি লুকে ছবি সামাজিক মাধ্যমে নজর কাড়ে। আইসক্রিম হাতে আনন্দে মেতে ওঠে ইউভান। স্ত্রী, পুত্র ও কন্যার নানা মুহূর্ত ক্যামেরাবন্দি করেন রাজ। মধ্যরাতে বর্ষবরণেও উচ্ছ্বাসে ভাসেন ‘রাজশ্রী’।

তবে ফেরার পথেই ঘটে বিপত্তি। চক্রবর্তী পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মাঝ আকাশে হঠাৎ বিমানে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে দ্রুত বিমানবন্দরে ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। সেই সিদ্ধান্তেই অন্য যাত্রীদের সঙ্গে সপরিবার প্রাণে বাঁচেন রাজ–শুভশ্রী দম্পতি। ওই সময় বিমানের ভেতরে অনেক যাত্রীই আতঙ্কে কান্নাকাটি শুরু করেন বলে জানা গেছে।

বিপদ কেটে যেতেই ফের কাজে মন দেন দু’জনেই। শুভশ্রী ব্যস্ত তার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবির প্রচারে। অন্যদিকে রাজ উত্তর কলকাতায় শুরু করে দিয়েছেন তার আগামী সিরিজ ‘আবার প্রলয় ২’-এর শুটিং। জানা গেছে, বৃহস্পতিবার শেষ হয়েছে সেই শুটিং। আজ শুক্রবার সন্ধ্যা ৬টায় ‘হোক কলরব’ সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here