Home বিনোদন

টক্সিক’ টিজার ঘিরে বিতর্ক: নারী অবমাননার অভিযোগে যশের ছবির বিরুদ্ধে আইনি পদক্ষেপ

15
0

অশ্লীল দৃশ্য ও সামাজিক মূল্যবোধে আঘাতের অভিযোগ তুলে কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে এএপি মহিলা শাখার অভিযোগ

ভারতের কন্নড় সিনেমার ‘রকিং স্টার’ যশের আসন্ন সিনেমা ‘টক্সিক’ নিয়ে দর্শক উন্মাদনার মাঝেই সৃষ্টি হয়েছে বিতর্ক। ছবিটির টিজারে ‘অশ্লীলতা’ ও ‘নারী অবমাননার’ অভিযোগ তুলে আইনি পদক্ষেপ নিয়েছে আম আদমি পার্টির (এএপি) মহিলা শাখা।

গত ৮ জানুয়ারি যশের ৪০তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয় ‘টক্সিক’-এর টিজার। গীতু মোহানদাস পরিচালিত টিজারটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে টিজারের একটি দৃশ্যে গাড়ির ভেতরে যশের সঙ্গে এক নারীকে সংক্ষিপ্ত সময়ের জন্য দেখানোকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়।

অভিযোগকারীদের দাবি, অন্ধকার ও রহস্যময় আবহে চিত্রায়িত ওই দৃশ্য সামাজিক নৈতিকতা ও কন্নড় সংস্কৃতির মূল্যবোধের পরিপন্থী। এএপি মহিলা শাখা কর্ণাটক রাজ্য মহিলা কমিশনে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়ে জানিয়েছে, কোনো ধরনের সেন্সর সতর্কতা বা বয়সভিত্তিক নির্দেশনা ছাড়াই টিজারটি জনসমক্ষে প্রচার করা হয়েছে, যা নারী ও শিশুদের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এ বিষয়ে এখনো সিনেমার নির্মাতা বা যশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here