ছোট বোনের বিয়ের পর ফের আলোচনায় কৃতি শ্যাননের বিয়ে প্রসঙ্গ
সম্প্রতি বিয়ের পিঁড়িতে বসেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননের ছোট বোন নূপুর শ্যানন। বিষয়টি ঘিরে বেশ কিছুদিন ধরেই সরগরম ছিল বলিপাড়া। শনিবার (১০ জানুয়ারি) ভারতের উদয়পুরে খ্রিস্টান রীতিতে জনপ্রিয় গায়ক স্টেবিন বেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন নূপুর শ্যানন।
বোনের বিয়ের আয়োজন ঘিরে দীর্ঘদিন ব্যস্ত সময় পার করেছেন কৃতি শ্যানন। অনুষ্ঠানের নানা মুহূর্তে পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে দেখা গেছে এই বলিউড তারকাকে। তবে ছোট বোনের বিয়ের পরপরই নতুন করে আলোচনায় এসেছে কৃতির নিজের বিয়ে প্রসঙ্গ।
এর আগে এক সাক্ষাৎকারে কৃতি শ্যাননের মা গীতা শ্যানন জানিয়েছিলেন, মেয়েকে তুলনামূলক কম বয়সেই বিয়ে দিতে চেয়েছিলেন তিনি। গীতা শ্যানন বলেন, ‘আমি চাইতাম কৃতি ২৩–২৪ বছর বয়সের মধ্যেই বিয়ে করুক। আমি নিজে একটু দেরিতে বিয়ে করেছি, তাই মনে হতো এই বয়সটাই সবচেয়ে উপযুক্ত। ছোট মেয়ে নূপুরের জন্মের সময় আমার বয়স ৩০ হয়েছিল, সে কারণেই এমনটা ভাবতাম।’
তবে মায়ের সেই ইচ্ছা পূরণ হয়নি। বর্তমানে ৩৫ বছর বয়সী কৃতি শ্যানন এখনো বিয়ে নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি। কাজ নিয়েই আপাতত ব্যস্ত সময় পার করছেন তিনি। সম্প্রতি মুক্তি পাওয়া ও আসন্ন একাধিক সিনেমা নিয়ে ব্যস্ত এই অভিনেত্রী।
যদিও বলিপাড়ায় গুঞ্জন রয়েছে, ধনাঢ্য ব্যবসায়ী কবীর বহিয়ার সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে রয়েছেন কৃতি শ্যানন। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তিনি। ফলে ছোট বোনের বিয়ের পর কৃতির বিয়ে কবে—সে প্রশ্ন ঘিরে অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।










