এশিয়া কাপে আজ রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই মহারণ। ইতোমধ্যেই দু’দলই বড় ব্যবধানে জয় দিয়ে আসর শুরু করেছে। তবে আজকের ম্যাচকে ঘিরে উত্তেজনা অন্য মাত্রায় পৌঁছেছে।
এশিয়া কাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আবারও চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এবারের উত্তাপ শুধু মাঠের লড়াইয়ে নয়। এর পেছনে রয়েছে সাম্প্রতিক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতির প্রভাবও
সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার পর ভারতজুড়ে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে। এই পরিস্থিতিতে অনেকে প্রশ্ন তুলছেন, এমন উত্তেজনাপূর্ণ সময়ে পাকিস্তানের বিপক্ষে আদৌ খেলা উচিত কি না। দেশজুড়ে চলছে ‘বয়কট পাকিস্তান ম্যাচ’ নিয়ে আলোচনা।
আর এই বিতর্কের ছায়া পড়েছে ভারতীয় দলের ভেতরেও। সূত্র বলছে, ড্রেসিংরুমে খেলোয়াড়দের মনোভাব ‘গম্ভীর’ এবং অনেকেই সাধারণ মানুষের আবেগকে সম্মান জানাতে চান। সে কারণেই ভারতীয় দল প্রতীকী প্রতিবাদ জানাতে পারে রোববারের ম্যাচে।