ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সব ভোটকেন্দ্রের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ভোটগ্রহণের সব আয়োজন শেষ হয়েছে, নিরাপত্তায়ও থাকছে কঠোর নজরদারি।
সোমবার সন্ধ্যায় সরেজমিনে ক্যাম্পাসের আটটি কেন্দ্র ঘুরে এ চিত্র দেখা গেছে।
ভূতত্ত্ব বিভাগের কেন্দ্রে নিচতলার দুই পাশে বুথ স্থাপন করা হয়েছে। এখানে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা ভোট দেবেন। এই কেন্দ্রে ভিপি প্রার্থী উমামা ফাতেমা ভোট দেবেন।
কার্জন হলে পরীক্ষা কেন্দ্রকে দুই ব্লকে ভাগ করা হয়েছে। এক পাশে শহীদুল্লাহ হল, অন্য পাশে ফজলুল হক মুসলিম হলের ভোটকেন্দ্র রাখা হয়েছে। দ্বিতীয় তলায় অমর একুশে হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
শারীরিক শিক্ষা কেন্দ্রেও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইনডোর গেমস রুমে জগন্নাথ হল, ইন্সট্রুমেন্ট রুমে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং অপর পাশে সলিমুল্লাহ মুসলিম হলের ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
উদয়ন স্কুল কেন্দ্রে মাস্টারদা সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, কবি জসীম উদ্দীন হল ও শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীদের ভোটগ্রহণ হবে।
সিনেট ভবন কেন্দ্রে স্যার এ এফ রহমান হল, বিজয় একাত্তর হল ও হাজী মুহাম্মদ মুহসীন হলের শিক্ষার্থীরা ভোট দেবেন।
ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) রোকেয়া হলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। তবে বিশ্ববিদ্যালয় ক্লাবে মেয়েদের অন্য দুই হলের বুথ তৈরির কাজ সোমবার সন্ধ্যা পর্যন্ত চলছিল।
এবার প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোট গণনার ফলাফল কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে দেখানো হবে।
ক্যাম্পাস ঘুরে দেখা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে চলাফেরা করছেন, প্রার্থীরাও তাদের সঙ্গে কথা বলছেন।
প্রক্টর অফিসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার রাত ৮টা থেকে মঙ্গলবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলো (শাহবাগ, পলাশী, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, উদয়ন স্কুল ও নীলক্ষেত মোড়) সাধারণের জন্য বন্ধ থাকবে। তবে বৈধ আইডি কার্ডধারী শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা প্রবেশ করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত এবং জরুরি সেবায় নিয়োজিত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসিম উদ্দিন সোমবার বিকালে সংবাদ সম্মেলনে বলেন, “আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামীকাল সকাল থেকে নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহণ শুরু হবে। শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অংশ নিচ্ছেন।”
ডিএমপি কমিশনার সাজ্জাত আলী খান জানিয়েছেন, নির্বাচন উপলক্ষে পুলিশের আটটি চেকপোস্ট থাকবে। অফিসারদের সঙ্গে বডি ক্যামেরা, বিশেষায়িত ইউনিট, বোম ডিসপোজাল ইউনিট ও সোয়াট বাহিনীও মোতায়েন থাকবে। সোমবার ক্যাম্পাসে ১,৭৭১ জন পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন। মঙ্গলবার ভোটের দিন দায়িত্ব পালন করবেন ২,০৯৬ জন পোশাকধারী পুলিশ।
তিনি বলেন, “নিরাপত্তা নিয়ে কোনো আশঙ্কা নেই।”
সুত্র:আমার সংবাদ