Home রাজনীতি নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাই: জোনায়েদ সাকি

নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাই: জোনায়েদ সাকি

24
0

নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপকে (কর্মপরিকল্পনা) স্বাগত জানিয়েছে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) রোডম্যাপ বিষয়ে প্রতিক্রিয়া শীর্ষক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন তিনি।

এতে বলা হয়, বিচার, সংস্কার ও নির্বাচন এ মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ। নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অন্তর্বর্তী সরকারের নির্বাচন রোডম্যাপেরই আনুষ্ঠানিক ঘোষণা। আমরা এই রোডম্যাপ ঘোষণাকে স্বাগত জানাই।

নির্বাচন বানচাল হওয়ার বা নির্বাচনের পরিবেশ নষ্ট হওয়ার সম্ভাবনাকে গুরুত্ব না দিয়ে বরং এধরনের আশঙ্কার জায়গা তৈরির কোনো সুযোগ যাতে সৃষ্টি না হয়, সে ব্যাপারে নির্বাচনের সাথে যুক্ত সব অংশীজনকে ভূমিকা নিতে হবে।

এতে আরো বলা হয়, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নেয়ার জন্য অনেক বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। তা না হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে রাজনৈতিক দলগুলোই।

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের পরিবেশ ঠিক রাখার দায়িত্ব মনিটরিং করার জন্য আন্দোলনকারী সব রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে একটা কমিটি করা দরকার। একইসঙ্গে যত দ্রুত সম্ভব সবার অংশগ্রহণে নির্বাচনের পরিবেশ সংক্রান্ত একটা আচরণবিধি তৈরি করা দরকার।

দেশের যেকোনো স্থানে যেকোনো সমস্যা হলে বা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ হলে, তা মীমাংসা করার ক্ষেত্রে এ কমিটি ভূমিকা রাখবে।

বিবৃতির শেষাংশে বলা হয়, আমরা আহ্বান জানাই, আন্দোলনকারী সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন পরিবেশ, ভোটার তালিকা প্রকাশ ও সংশোধনসহ নির্বাচন সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করুন।

নির্বাচন সংক্রান্ত নীতিমালা ও অন্যান্য বিষয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার আহ্বান জানাই।

সূত্র : যায়যায়দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here