ষ্টাফ রিপোর্টার: সাংস্কৃতিক রাজধানী নামে পরিচিত কুষ্টিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের উদ্যোগে তিন দিন ব্যাপী বৃক্ষমেলা চলছে। ১৭ জুলাই থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বৃক্ষমেলা চলছে। আজ দ্বিতীয় দিনেও ব্যাপক ক্রেতার সমাগম দেখা যায়। মেলাটিতে কুষ্টিয়ার সুনামধন্য পাঁচটি নার্সারি আকাবা নার্সারি, রিয়া নার্সারি, রোজা গার্ডেন,স্বপ্ন বিলাস নার্সারি, আরিফ নার্সারি অংশগ্রহণ করেছে। রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের উদ্যোগে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। এবারের বৃক্ষমেলার প্রতিপাদ্য বিষয়” পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি ” ঘনবসতিপূর্ণ আমাদের এই দেশে পরিকল্পিত বনায়ন ও সুবজায়নের কোন বিকল্প নেই এই বার্তায় কুষ্টিয়াবাসি সহ দেশবাসীকে জানান দিতে এবং বৃক্ষ রোপনে আরো উতসাহ ও আগ্রহী করতে এই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে বলে নিশ্চিত করেন আয়োজক কমিটি এবং মেলা আয়োজন কমিটি মনে করেন এই বৃক্ষমেলা কুষ্টিয়াবাসীর মধ্যে বৃক্ষ রোপনের আরো আগ্রহী ও সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে।
Sent
Write to