Home অপরাধ ব্যবসায়ী হত্যায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা

ব্যবসায়ী হত্যায় গণঅধিকার পরিষদের তীব্র নিন্দা

2
0

রাজধানীর পুরান ঢাকায় চাঁদ মিয়া ওরফে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন এক যৌথ বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নেতৃদ্বয় বলেন, ‘চকবাজারের এই নির্মম হত্যাকাণ্ডে আমরা স্তম্ভিত, ক্ষুব্ধ এবং গভীরভাবে শোকাহত। অবিলম্বে এই নৃশংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

গত বুধবার সন্ধ্যা ৬টায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে যুবদল নেতাকর্মীরা পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা থেঁতলে নির্মমভাবে হত্যা করে। এই পাশবিক হত্যাকাণ্ডের পর ঘাতকদের নিহতের নিথর দেহের উপর নৃত্য এবং আনন্দোৎসব আদিম বর্বরতাকেও হার মানায়, যা সভ্য সমাজে কল্পনাতীত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

নেতৃদ্বয় মনে করেন, এই ধরনের ঘটনা কেবল একজন ব্যক্তির উপর হামলা নয়, এটি মানবতা, আইন, ন্যায়বিচার এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার উপর সরাসরি আঘাত। জনসমক্ষে প্রকাশ্য দিবালোকে এভাবে একজন মানুষকে হত্যা করা কেবল নৃশংসতাই নয়, এটি আমাদের সমাজ ও রাষ্ট্রের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। এই ঘটনা স্পষ্ট করে তুলেছে যে, দেশের নাগরিক নিরাপত্তা এবং আইনের শাসন চরমভাবে প্রশ্নবিদ্ধ।

নেতৃদ্বয় আরও বলেন, ‘এটি এক ভয়াবহ সামাজিক বার্তা, যেখানে অপরাধীরা মনে করে তারা ধরা-ছোঁয়ার বাইরে। এমন বার্তা রাষ্ট্র ও সমাজ কোনোভাবেই বহন করতে পারে না। আমরা এই পাশবিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে জোরালোভাবে দাবি জানাই, এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ঘাতক ও তাদের মদদদাতাদের অবিলম্বে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। নিশ্চিত করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি, যেন ভবিষ্যতে আর কোনো ঘাতক এমন অন্যায় করার সাহস না পায়।

সুত্র:’যুগান্তর ডেস্ক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here