Home জাতীয় কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার শপিং মলের শুভ উদ্বোধন।

কুষ্টিয়া জেলা পরিষদ টাওয়ার শপিং মলের শুভ উদ্বোধন।

30
0

ষ্টাফ রিপোর্টার: ২৫ মে রবিবার সন্ধ্যা সাতটায় উদ্বোধনী অনুষ্ঠিত হলো ।কুষ্টিয়া জেলা পরিমল শপিং পরিমল দোকান মালিক সমিতির মোহাম্মদ ইয়াসিন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, নির্বাহী কর্মকর্তা কুষ্টিয়া জেলা পরিষদ মুকুল কুমার মৈত্র, কুষ্টিয়া জেলা পরিমল টাওয়ার দোকান মৌলিক সমিতি কাজল মাজমাদার। কুষ্টিয়া জেলা প্রেসক্লাব সভাপতি আল মামুন সাগর, কুষ্টিয়া জেলা দোকান মালিক সমিতি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম উল হাসান অপু। আমরা বুঝতে পারছি এটা একটা আধুনিক মানের শপিংমল শুধু পোশাক আশাকে সুন্দর হলে হবে না যারা পরিচালনা করবেন বা পরিচালিত করবেন, ক্রেতারা অতিথি হবেন তাদের প্রতি সম্মিলিত সৌহার্দ্য না থাকলে মার্কেটটা কিন্তু দুর্নামে পরিণত হবে “কুষ্টিয়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার বলেন- এখানে কিন্তু মানুষ এমনি আসবে না মানুষ আসবে যখন জানবে এখানে পরিবেশ সুন্দর আছে নিরাপত্তা আছে। কুষ্টিয়া জেলা প্রেসক্লাব সভাপতি আল মামুন সাগর বলেন – যে দুটি শপিংমল আছে তার অবস্থা কি আপনারা জানেন শপিং মল থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।আপনারা মানসম্মত জিনিস রাখার চেষ্টা করবেন এবং কাঙ্খিত মূল্যে জনসাধারণ যাতে কোন মতে প্রতারিত না হয় কমিটিকে অনুরোধ দোকানদাররা যাতে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে এবং মানহীন জিনিস যাতে বিক্রি করতে না পারে সেদিকে নজর রাখবেন। অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন- ভালো একটা শপিং মলের দরকার ছিল ইতিপূর্বে কয়েকটি শপিংমল হয়েছে সেগুলো কিন্তু আগের পর্যায়ে নেই আগের পরিবেশে নাই সেখানে কিন্তু ক্রেতারা যায় না কেন যায় না সেটা আবিষ্কার করতে হবে। কুষ্টিয়া জেলা পরিষদ শপিং মল দোকান মালিক সমিতির আয়োজনে উদ্বোধনীতে শত শত দর্শনার্থী ও অতিথিবৃন্দের আগমন লক্ষ্য করা যায়। দোকান মালিক রুবেল বলেন – খুলনা বিভাগের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মার্কেট এটি। শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত মার্কেটটির সামনে জায়গা আছে এবং গাড়ি পার্কিংয়ের এর জায়গায় আছে অনেক সিকিউরিটি সহকারে কাস্টমারদের খুশি করতে পারব। সাহারা দোকান মালিক রঞ্জু আহমেদ বলেন, কাস্টমারদের একটা জোয়ার দেখতে পাচ্ছি ঈদের মতো জোয়ার ,এই মার্কেটের পরিচালনা যদি ভাল থাকে ইনশাল্লাহ কুষ্টিয়াতে আগামী দিনে জেলা পরিষদ মার্কেট অত্যাধুনিক একটা মডেল হবে। খুলনা ডিভিশনের মধ্যে এত সুন্দর মার্কেট আর কোথাও নাই।আগামী ঈদে এই শপিংমলে একটা জোয়ার চলে আসবে বক্তারা মার্কেটের সার্বিক তত্ত্বাবধান এবং এবং সাশ্রয়ী মূল্যে দোকানীদের নির্দেশনা দিয়েছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here