Home জাতীয় আমাকে বিদেশি নাগরিক বললে তারেক রহমানকেও বলতে হয়: নিরাপত্তা উপদেষ্টা

আমাকে বিদেশি নাগরিক বললে তারেক রহমানকেও বলতে হয়: নিরাপত্তা উপদেষ্টা

10
0

নিজের বিরুদ্ধে ওঠা দ্বৈত নাগরিকত্ব নিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, ‘বাংলাদেশের ছাড়া আমার আর অন্য কোনো নাগরিকত্ব নাই। আমি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থেকেছি। তবে আমার সেখানকার পাসপোর্ট নাই। বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের জাতীয়তা আমার নাই। এখন আমাকে যদি বলা হয় যে, কেবল মাত্র আমি আমেরিকায় থেকেছি বলে যদি বলা হয় আপনি বিদেশি নাগরিক, তাহলে তো কালকে তারেক রহমান সাহেবকেও সে কথা বলতে হয়।’

আজ বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নিরাপত্তা উপদেষ্টা বলেন, ‘আমি আবেদন করব আপনারা বুঝে-শুনে কথা বলবেন। আমাকে যদি ঢিল নিক্ষেপ করেন সেই ঢিল কিন্তু অন্যের ওপর গিয়ে পড়তে পারে। আমি যেটা নই, আমাকে সেটা বানাবেন না, প্লিজ। ’

চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে খলিলুর রহমান বলেন, ‘আর পারলে প্রমাণ করেন। আদালতে গিয়ে প্রমাণ হবে। আমার একটা রাইট (অধিকার) আছে তো একজন বাংলাদেশি নাগরিক হিসেবে। আপনারা যদি আমার সেই রাইটটাকে রেসপেক্ট (সম্মান) না করেন, আমি আপনাদের (সাংবাদিকদের) বলছি না, যে কথাগুলো উঠেছে সেটা খুব দুঃখজনক হবে। সে কথাটি তাহলে যে কোনো লোকের ওপর প্রযোজ্য হবে। প্লিজ স্টপ ইট (দয়া করে এটি বন্ধ করুন

সুত্র:আমাদের সময়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here