ষ্টাফ রিপোর্টার : কুষ্টিয়া থেকে মিরপুর যাবার পথে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। হাসপাতলে আনার পরপরই তুষার নামের যুবককে মৃত ঘোষণা করা হয় এবং অপরজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার ৩১ মে বিকাল ৪ঃ৩০ মিনিটে কুষ্টিয়া মেহেরপুর সড়ক মিরপুর বিজিবি সেক্টরের সামনে অপর একটি মোটরসাইকেল একই পথে আসা এ বাইকটিকে ধাক্কা দিলে ড্রাম ট্রাকের নিচে যুবক দ্বয় পৃষ্ঠ হন, কুষ্টিয়া মঙ্গলবাডিয়া এলাকার বাবলু বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার ও একই এলাকার ফরিদ উদ্দীনের ছেলে রাব্বি। এলাকাবাসীর তথ্য মতে- বিজিবি মিরপুর সেক্টরের সামনে পৌছালে অন্য মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে তুষার ও রাব্বি মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের নিচে পড়ে পৃষ্ট হয়। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাদের ভর্তি করা হলে তুষার নামের যুবককে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং সন্ধ্যা ছয়টায় চিকিৎসাধীন অবস্থায় রাব্বি নামের যুবক মৃত্যুবরণ করে। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল এমার্জেন্সি বিভাগের কার্ডিয়াক অফিসার হামিদুল ইসলাম নিহত দুজনের মৃত্যু র বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন ট্র্যাক লড়িটি থানায় জব্দ করা হয়েছে। জানা যায়,রাব্বি ও তুষার মিরপুরে ছাগল কেনার উদ্দেশ্যে বাইকযোগে রওনা হয়েছিলেন পথিমধ্যে বিজিবি সেক্টরের কাছে এ দুর্ঘটনাটি ঘটে
Sent 19m ago
Enter