Home রাজনীতি

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন

10
0

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দিচ্ছে না বলে স্পষ্ট ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন স্বতন্ত্রভাবেই প্রতিদ্বন্দ্বিতা করবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমাদের ২৬৮টি আসনে প্রার্থী মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। নির্বাচনে আমরা পূর্ণ উদ্যমে অংশ নেব এবং কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না।”

তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নীতিগত অবস্থান থেকেই নির্বাচনী কৌশল নির্ধারণ করেছে। এ ক্ষেত্রে কোনো রাজনৈতিক জোটের সঙ্গে আপসের প্রশ্ন নেই।

সংবাদ সম্মেলনে দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
বিস্তারিত আসছে…

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here