ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক কার্ডের নামে বিভিন্ন আবেদন ও কাগজপত্র নিয়ে যে প্রচারণা চলছে তা সম্পূর্ণ ভুয়া বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ বিষয়ে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে সতর্ক করেছে ইসি।
নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক স্পষ্টভাবে জানিয়েছেন, সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নির্দেশনা বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তিনি বলেন, বর্তমানে সাংবাদিক কার্ডের নামে যত ধরনের আবেদন প্রক্রিয়া বা কাগজপত্র প্রচার করা হচ্ছে তার কোনোটিই নির্বাচন কমিশনের অনুমোদিত নয়। এগুলো সম্পূর্ণ ভুয়া এবং বিভ্রান্তিকর।
তিনি আরও জানান, সম্প্রতি একটি অ্যাপস পরীক্ষামূলকভাবে কিছুদিন ব্যবহার করা হয়েছিল। তবে সেটি এখনো চূড়ান্ত করা হয়নি এবং আনুষ্ঠানিকভাবে চালু করার সিদ্ধান্তও নেওয়া হয়নি। যদি ভবিষ্যতে অ্যাপসটি চূড়ান্ত করা হয় বা সাংবাদিক কার্ড সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন নিজ উদ্যোগে গণমাধ্যমকে বিস্তারিতভাবে অবহিত করবে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন কমিশন জানায়, কিছু অসাধু চক্র সাংবাদিকদের বিভ্রান্ত করে ভুয়া আবেদন গ্রহণ বা কাগজপত্র তৈরি করার চেষ্টা করছে। এ ধরনের অননুমোদিত কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি এসব ভুয়া প্রচারণা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন।
ইসির পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচন সংক্রান্ত যেকোনো তথ্য বা নির্দেশনা কেবলমাত্র নির্বাচন কমিশনের অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রকাশ করা হবে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম বা ব্যক্তিগত উদ্যোগে ছড়ানো কোনো তথ্য বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্বাচন কমিশনের এই সতর্কবার্তার পর সংশ্লিষ্ট মহল আশা করছে, সাংবাদিক কার্ড নিয়ে চলমান বিভ্রান্তি দ্রুত দূর হবে এবং আনুষ্ঠানিক সিদ্ধান্তের মাধ্যমে সঠিক প্রক্রিয়া নির্ধারণ করা হবে।










