Home খেলা

নিরাপত্তা ঝুঁকিতে অনড় বাংলাদেশ, ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না-স্পষ্ট বার্তা বিসিবি ও সরকারের

14
0
আসিফ নজরুল/ফাইল ছবি

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ এখনো অনিশ্চিত। নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অপারগতার অবস্থান আগেই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে মঙ্গলবার এক সভায় আইসিসি সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও নিজেদের অবস্থানে অনড় থাকার কথা স্পষ্ট করেছে বিসিবি।

এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, আইসিসির নিজস্ব নিরাপত্তা মূল্যায়ন রিপোর্টই প্রমাণ করছে যে ভারতে বাংলাদেশের জন্য বাস্তব নিরাপত্তা ঝুঁকি রয়েছে। তাঁর মতে, এই রিপোর্ট উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া দায়িত্বশীল আচরণ হতে পারে না।

গতকাল বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত অনলাইন বৈঠকেও কোনো সমাধান আসেনি। বৈঠক শেষে দেওয়া বিবৃতিতে বিসিবি জানায়, নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো দেশে—বিশেষ করে শ্রীলঙ্কায়—আয়োজনের অনুরোধ পুনরায় জানানো হয়েছে।

বিসিবির বিবৃতিতে আরও বলা হয়, টুর্নামেন্টের সূচি ইতোমধ্যে প্রকাশিত হওয়ায় আইসিসি বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তবে দুই পক্ষই বিষয়টির সম্ভাব্য সমাধান খুঁজে পেতে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে সম্মত হয়েছে। বাংলাদেশ দলের খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানানো হয়।

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অধ্যাপক আসিফ নজরুল বলেন,
“আমরা অবশ্যই বিশ্বকাপ খেলতে চাই। কিন্তু ভারতে খেলাটা আমাদের কাছে সত্যিই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। মোস্তাফিজ ইস্যুতে উগ্র সাম্প্রদায়িক শক্তির কাছে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতি স্বীকার, ভারতে চলমান বাংলাদেশবিরোধী প্রচারণা এবং আইসিসির সিকিউরিটি ম্যানেজার ডেভিড মুশকারের রিস্ক অ্যাসেসমেন্ট রিপোর্ট আমাদের ভাবতে বাধ্য করেছে—বাংলাদেশের ক্রিকেটার, সাংবাদিক ও দর্শকেরা সেখানে নিরাপত্তা ঝুঁকিতে থাকবেন।”

তিনি আরও বলেন, সত্যিকারের বৈশ্বিক প্রতিষ্ঠান হিসেবে আইসিসির উচিত সার্বিক পরিস্থিতি বিবেচনা করে শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ আয়োজনের ব্যবস্থা নেওয়া। অন্যথায় বাংলাদেশ বিশ্বকাপে অংশ নাও নিতে পারে—এই বার্তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।

ক্রীড়া উপদেষ্টা বলেন,
“এটি হয়তো সাময়িকভাবে বাংলাদেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর হতে পারে। কিন্তু ভারতে গিয়ে খেললে তা পুরো দেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। খেলোয়াড়, দর্শক ও দেশের মর্যাদার প্রশ্নে আমরা কোনো আপস করতে পারি না। একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে জাতীয় দলের খেলোয়াড় থেকে শুরু করে সাধারণ দর্শকের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।”

এদিকে আইসিসির সঙ্গে আলোচনার দরজা খোলা থাকলেও, নিরাপত্তা প্রশ্নে বাংলাদেশের অবস্থান যে দৃঢ়—তা আবারও স্পষ্ট হলো বিসিবি ও সরকারের বক্তব্যে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here