Home জাতীয়

দ্বিতীয় বিয়েতে স্ত্রীর অনুমতি নিয়ে বিতর্কের অবসান? হাই কোর্টের রায়

15
0

দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক করার দাবি নাকচ করে দিয়েছেন হাই কোর্ট। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১ অনুযায়ী দ্বিতীয় বিয়েতে সালিশ পরিষদের অনুমতির যে বিধান রয়েছে, তা বৈধ ও সাংবিধানিক বলে রায় দিয়েছেন আদালত।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ গত বছরের আগস্টে এ রায় দেন। চলতি বছরের ডিসেম্বরে রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়।

রায়ে বলা হয়, ইসলামে বহুবিবাহ অনুমোদিত হলেও ন্যায়বিচার ও আর্থিক সক্ষমতা এর প্রধান শর্ত। মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ ধারার অধীনে সালিশ পরিষদের মাধ্যমে দ্বিতীয় বিয়ের অনুমতি দেওয়ার প্রক্রিয়া কোনোভাবেই বৈষম্যমূলক নয় এবং এটি সংবিধানের সমতা ও ধর্মীয় স্বাধীনতার নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়।

এর আগে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে সালিশ পরিষদের পরিবর্তে প্রথম স্ত্রীর অনুমতি বাধ্যতামূলক করার দাবি জানিয়ে ২০২২ সালে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান। চূড়ান্ত শুনানি শেষে সেই রিট খারিজ করে দেন হাই কোর্ট।

আদালত আরও বলেন, সংসদ আইন প্রণয়নের মাধ্যমে ধর্মীয় চর্চা ও আচরণ নিয়ন্ত্রণ করতে পারে এবং বর্তমান আইন নারীদের মৌলিক অধিকার লঙ্ঘন করে না।

রায়ের প্রতিক্রিয়ায় আইনজীবী ইশরাত হাসান জানান, দ্বিতীয় বিয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয় সালিশ পরিষদের ওপর ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবেন।

এর ফলে দ্বিতীয় বিয়েতে প্রথম স্ত্রীর অনুমতি নয়, বরং সালিশ পরিষদের অনুমতির বিধানই বহাল থাকল।

সূত্র: হাই কোর্ট, মুসলিম পারিবারিক আইন, ১৯৬১ এবং আইনজীবী ইশরাত হাসানের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে দেওয়া সাক্ষাৎকার।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here