Home সারাদেশ

বিএনপিকে বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান অধ্যক্ষ সোহরাব উদ্দিনের

14
0

কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়া সদর উপজেলার আওতাধীন ইউনিয়নসমূহে বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জানুয়ারি) সকালে কুষ্টিয়া জেলা বিএনপির কোর্টপাড়াস্থ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব এবং বিএনপি মনোনীত কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদর উপজেলা বিএনপির সদ্য সাবেক সভাপতি বশিরুল আলম চাঁদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিহাদুল ইসলাম জিকু ও আলমগীর হোসেন।

সভায় সদর উপজেলার আওতাধীন ১৩টি ইউনিয়নের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করে তুলতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জনগণের অধিকার ও ভোটের অধিকার পুনরুদ্ধারে বিএনপি সবসময় রাজপথে ছিল এবং আগামীতেও থাকবে। ঐক্যই বিএনপির প্রধান শক্তি—এই ঐক্যের মাধ্যমেই আগামী সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।

সভায় বক্তারা ইউনিয়ন পর্যায়ে দলীয় সংগঠনকে আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদার এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি জোরালো করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here