Home সারাদেশ

সুনামগঞ্জে দুর্বৃত্তদের হাতে ক্রিকেট মাঠ ধ্বংস, তরুণদের উদ্বেগ

17
0

সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার চিলাউড়া ইউনিয়নের স্বজন শ্রী ক্রিকেট ক্লাবের মাঠ গভীর রাতে দুর্বৃত্তদের হাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা মাঠের বিভিন্ন স্থানে মাটি খুঁড়ে তা খেলাধুলার অনুপযোগী করে ফেলেছে।

ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে। মাঠটি নষ্ট হওয়ায় স্থানীয় তরুণ ক্রিকেটাররা মানসিকভাবে ভেঙে পড়েছেন, কারণ এটি ছিল শতাধিক যুবকের নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চার একমাত্র স্থান।

সংস্কৃতি ক্রিকেট ক্লাব জানিয়েছে, মাঠ নষ্টের সঙ্গে জড়িত কাউকে শনাক্ত বা প্রমাণসহ তথ্য দিলে ১৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুবসমাজ মনে করেন, খেলাধুলা তরুণদের মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ। এমন একটি সময়ে মাঠ ধ্বংস হওয়া অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।

এলাকাবাসী দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও মাঠ পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।

প্রতিবেদন:
মুবিন উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি, সুনামগঞ্জ

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here