নামাজ আদায়ের সময় সুরা তিলাওয়াত নিয়ে অনেক মুসল্লির মাঝেই প্রশ্ন ও দ্বিধা দেখা যায়। বিশেষ করে ভুলবশত প্রথম রাকাতে কুরআনের শেষ সুরা সুরা নাস পড়ে ফেললে দ্বিতীয় রাকাতে কী পড়া উচিত—এ বিষয়টি নিয়ে জানার আগ্রহ থাকে অনেকের।
ইসলামি ফিকহ অনুযায়ী নামাজে কিরাআতের ক্ষেত্রে উত্তম হলো প্রথম রাকাতে যে সুরা পড়া হবে, দ্বিতীয় রাকাতে তার আগের সুরা পড়া। এই নিয়ম সুন্নত ও আদবের অন্তর্ভুক্ত। সুরা নাস যেহেতু কুরআনের শেষ সুরা, তাই এর পরে আর কোনো সুরা নেই। ফলে কেউ যদি প্রথম রাকাতে সুরা নাস পড়ে ফেলেন, তাহলে দ্বিতীয় রাকাতে তার আগের সুরা সুরা ফালাক পড়াই উত্তম বলে আলেমরা মত দিয়েছেন।
তবে এ বিষয়ে স্পষ্ট করে বলা প্রয়োজন, এটি ফরজ বা ওয়াজিব কোনো বিধান নয়। কেউ যদি দ্বিতীয় রাকাতে অন্য কোনো ছোট সুরা পড়ে ফেলেন বা একই সুরা পুনরায় পড়ে নেন, তাতেও নামাজ বাতিল হবে না এবং নামাজ শুদ্ধ থাকবে। এটি মূলত নামাজের সৌন্দর্য ও সুন্নত অনুসরণের বিষয়।
ইসলাম সহজ ও মানবিক ধর্ম। ভুল হলে আতঙ্কিত না হয়ে সঠিক বিষয় জেনে নেওয়াই একজন সচেতন মুসল্লির দায়িত্ব। নামাজে তিলাওয়াতের ক্ষেত্রে এই ধরনের মাসআলা জানা থাকলে ইবাদতে আরও মনোযোগ ও আত্মবিশ্বাস তৈরি হয়।






