আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চূড়ান্ত সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির প্রত্যাশা, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে—সম্ভাব্যভাবে শ্রীলংকায়—অনুষ্ঠিত হবে। তা না হলে নিয়ম অনুযায়ী গ্রুপপর্বে ওয়াকওভার দিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতে পারে টাইগারদের।
বোর্ড সূত্র জানায়, সোমবারের মধ্যেই আইসিসির সিদ্ধান্ত আসতে পারে বলে আশা করা হচ্ছে। তবে রোববার দিনভর ই–মেইলে অপেক্ষা করেও কোনো জবাব পায়নি বিসিবি। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতে বিশ্বকাপ না খেলার বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে বিসিবি। ফলে বাংলাদেশের বিশ্বকাপ খেলার সম্ভাবনা ক্রমেই ক্ষীণ হয়ে আসছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক বলেন, “এই অবস্থায় অপেক্ষা ছাড়া আমাদের কিছু করার নেই। তবে নিজেদের অবস্থান থেকেও আমরা সরে আসছি না। আশা করছি, আইসিসি ইতিবাচক সিদ্ধান্ত নেবে।” বিসিবির মতে, ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইটরাইডার্সের মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত শুধু একজন ক্রিকেটারের নয়, বরং দেশের ক্রিকেট ও জাতীয় মর্যাদার সঙ্গেও জড়িত।
এদিকে রাজনৈতিক উত্তেজনা ও কূটনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। এর ধারাবাহিকতায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সাবেক অধিনায়ক তামিম ইকবালের মন্তব্যকে কেন্দ্র করে বিসিবির এক পরিচালকের বিতর্কিত বক্তব্য নতুন করে উত্তেজনা ছড়িয়েছে; কোয়াব ওই পরিচালককে ক্ষমা চাইতে বললেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন।
অন্যদিকে ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পরিস্থিতির সমাধান খুঁজতে আইসিসি চেয়ারম্যান জয় শাহ আজ ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসছেন। তবে সহজে সমাধান আসবে—এমন ইঙ্গিত নেই। সব মিলিয়ে মোস্তাফিজ ইস্যু, বিসিবির অনড় অবস্থান এবং আইসিসির অপেক্ষমাণ সিদ্ধান্ত—এই তিনের টানাপোড়েনে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা এখন গভীর অনিশ্চয়তায়।










