Home রাজনীতি

বিড়িতে সুখ টান’ মন্তব্যে আচরণবিধি লঙ্ঘন, ঝালকাঠি-১ আসনে জামায়াত প্রার্থী ফয়জুল হককে শোকজ

18
0

ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগে ঝালকাঠি-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।

শুক্রবার সন্ধ্যায় কমিটির প্রধান ও যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) বিচারক রেজওয়ানা আফরিন এই শোকজ নোটিস জারি করেন। নোটিসে বলা হয়, নির্বাচনি প্রচারণার সময় ফয়জুল হক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে—এমন বক্তব্য দিয়েছেন এবং ধর্মকে ব্যবহার করে ভোট চেয়েছেন। পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই প্রচারণা চালানোর অভিযোগও ওঠে, যা নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।

কমিটির হাতে থাকা নির্ভরযোগ্য তথ্য, সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, গত ৭ জানুয়ারি রাজাপুর উপজেলায় এক উঠান বৈঠকে ফয়জুল হক জনসমক্ষে এমন বক্তব্য দেন, যা ধর্মীয় অনুভূতির অপব্যবহার হিসেবে বিবেচিত হয়েছে।

এই ঘটনাকে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৫(ক), ১৬(ঙ) ও ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে নোটিসে বলা হয়, কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠানো হবে না—তা ব্যাখ্যা করতে হবে। এ জন্য আগামী ১২ জানুয়ারি সশরীরে জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক রেজওয়ানা আফরিনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে জামায়াতের প্রার্থী ফয়জুল হক বলেন, “আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। নির্ধারিত সময়ের মধ্যেই নোটিসের জবাব দেব।”

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here