Home রাজনীতি

তারেক রহমানের সঙ্গে ভারত, তুরস্ক ও ইউরোপীয় প্রতিনিধিদের ধারাবাহিক বৈঠক

18
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বৈঠক করেছেন। শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হয়েছে, সে বিষয়ে বিএনপি আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।

এরপর একই দিনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংক্ষিপ্ত বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান। এ সময় উভয়ের মধ্যে শুভেচ্ছা বিনিময় হয়।

এছাড়া ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ড. ইভারস আইজাবসও তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী এই বৈঠক শেষে বিকাল ৪টার কিছু আগে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দল বিএনপির কার্যালয় ত্যাগ করে।

একই দিনে বিভিন্ন দেশের কূটনৈতিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সঙ্গে বিএনপির চেয়ারম্যানের এই ধারাবাহিক বৈঠক রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here