সিলেটের জকিগঞ্জ উপজেলায় ভরণ যুব সংঘের ২০২৬ সালের বার্ষিক ক্যালেন্ডার উন্মোচন করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) ভরণ সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে সন্ধ্যা ৬:০০ ঘটিকায় ভরণ যুব সংঘের ২০২৬ সালের বার্ষিক ক্যালেন্ডারের মোড়ক উন্মোচন সম্পন্ন হয়। অনুষ্ঠানে সংস্থার প্রধান উপদেষ্টা জনাব নজরুল ইসলাম সভাপতিত্ব করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অর্থ সম্পাদক জনাব সাহান আহমদ। সাধারণ সম্পাদক হাফিজ জাবের আহমদ বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা জনাব আবু সায়েম, জনাব ইকবাল মোহাম্মদ ও সোহেল আহমদ।
পরিশেষে বিগত বছরের অডিট প্রকাশ করেন সাধারণ সম্পাদক হাফিজ জাবের রশিদী। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা এবং ভরণ সুলতানপুর গ্রামের প্রতিটি বাড়িতে ক্যালেন্ডার বিতরণ করা হয়।
সভায় সংগঠনের আগামী বছরের পরিকল্পনা ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সদস্যরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতামত প্রদান করেন এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই ক্যালেন্ডার বিতরণ কর্মসূচি এলাকার মানুষের মধ্যে সংগঠনের কার্যক্রম ও সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।










