Home জাতীয়

মিরপুর রোডে ভালভ বিস্ফোরণ, রাজধানীর বিস্তীর্ণ এলাকায় তীব্র গ্যাস স্বল্পচাপ

20
0

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ফের মারাত্মক গ্যাস স্বল্পচাপ দেখা দিয়েছে। শনিবার (আজ) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় বলা হয়, মিরপুর রোডে গণভবনের সম্মুখে ৪ ইঞ্চি ব্যাসের একটি ভালভ ফেটে গ্যাস লিকেজ সৃষ্টি হয়। এ লিকেজ মেরামতের জন্য বিতরণ নেটওয়ার্কের একাধিক ভালভ বন্ধ করে গ্যাসের চাপ সীমিত করা হয়েছে। ফলে ধানমন্ডি, মোহাম্মদপুর, শ্যামলী, নিউমার্কেট, হাজারীবাগ, গাবতলীসহ আশপাশের এলাকায় তীব্র গ্যাস স্বল্পচাপ বিরাজ করছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, সমস্যার সমাধানে দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ভালভটি পরিবর্তনের কাজ শুরু করা হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

উল্লেখ্য, ঢাকা মহানগরীতে গত কয়েকদিন ধরেই গ্যাসের স্বল্পচাপ চলমান রয়েছে। এতে রান্না ও শিল্পকারখানার কাজে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। এর মধ্যেই নতুন করে এ সমস্যার কথা জানানোয় উদ্বেগ আরও বেড়েছে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানায়, মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে বিতরণ গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করা হলেও কাজের সময় পাইপলাইনে পানি প্রবেশ করে। পাশাপাশি ঢাকায় গ্যাস সরবরাহ কম থাকায় মহানগরজুড়ে মারাত্মক স্বল্পচাপ তৈরি হয়েছে।

নগরবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই গ্যাস সংকট লেগে থাকলেও কার্যকর ও স্থায়ী সমাধান না হওয়ায় ভোগান্তি দিন দিন বাড়ছেই।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here