Home সারাদেশ

কুষ্টিয়ায় দুঃস্থ মানুষের মাঝে ইনক এর শীতবস্ত্র বিতরণ।

21
0

স্টাফ রিপোর্টার:

কুষ্টিয়া জেলা সমিতি, ইউএসএ (ইনক)-এর সার্বিক সহযোগিতায় এবং কালিশংকপুর কুষ্টিয়া বন্ধু গ্রুপের তত্ত্বাবধানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে চারটায় কুষ্টিয়ার কালিশংকপুর শাহী জামে মসজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে এলাকার অসহায়, দুঃস্থ ও শীতার্ত প্রায় চার শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিশংকপুর শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব নূর মোহাম্মদ, মসজিদ কমিটির সভাপতি সাইফুর রহমান, প্রকৌশলী আবেদ আলী, বিশিষ্ট সমাজসেবক মাহফুজ আলম পাতা, অ্যাডভোকেট চঞ্চল, ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কালিশংকপুর কুষ্টিয়া বন্ধু গ্রুপের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ তাজুল ইসলাম জুলি, খন্দকার আনিসুর রহমান লিটু, আহমেদ মনজুরুল হক রিপন, মোহাম্মদ রোকনুজ্জামান খোকন, গোলাম কিবরিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্বেচ্ছাসেবকরা।

শীতবস্ত্র পেয়ে এলাকার সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেন এবং এ মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সংগঠন ও দানশীলদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংক্ষিপ্ত বক্তব্যে কুষ্টিয়া জেলা সমিতি, ইউএসএ (ইনক) ও কালিশংকপুর কুষ্টিয়া বন্ধু গ্রুপের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরেন এবং সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে এ মহৎ কাজে যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে সহযোগিতা করেছেন—সকল ভলান্টিয়ার ও দানশীল ব্যক্তিদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি মহান আল্লাহর কাছে দোয়া করেন, যেন সবার দান ও প্রচেষ্টা কবুল হয়।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here