আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে অতীতের মতো আরেকটি পাতানো নির্বাচনের শঙ্কা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর ঝুঁকে পড়া এবং প্রশাসনের আনুগত্যমূলক আচরণ অব্যাহত থাকলে দেশ আবারও ধ্বংসের পথে এগিয়ে যাবে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীতে জামায়াতে আমিরের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ও নির্বাচন কমিশনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি জানান, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের কাছে জামায়াতের পক্ষ থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রত্যাশার কথা জানানো হয়েছে। তবে বাস্তবে প্রশাসন একটি দলকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
জামায়াতের নায়েবে আমির আরও বলেন, তার দল রাষ্ট্রক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে সরকার গঠন করা হবে।
এদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে ১০টি আসন ছেড়ে দেওয়ার যে খবর গণমাধ্যমে ছড়িয়েছে, তা ‘কাল্পনিক’ বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মধ্যে নির্বাচনি আসন সমঝোতার প্রক্রিয়া শিগগিরই চূড়ান্ত হবে।
উল্লেখ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন ব্যবস্থাপনা ও প্রশাসনের ভূমিকা নিয়ে ক্রমেই নানা মন্তব্য ও উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, যা রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন










