Home রাজনীতি

হবিগঞ্জ-১ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি প্রার্থী ড. রেজা কিবরিয়াকে শোকজ

23
0

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী ড. রেজা কিবরিয়াকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটি।

বুধবার (৭ জানুয়ারি) কমিটির চেয়ারম্যান ও বিচারক সায়দুর রহমান স্বাক্ষরিত শোকজ নোটিশ ড. রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তদন্তে কমিটি সতর্ক অবস্থানে রয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, গত ২ জানুয়ারি নবীগঞ্জ উপজেলার ইমামবাড়ি বাজারে ড. রেজা কিবরিয়া কর্মী-সমর্থকদের সঙ্গে উপস্থিত হয়ে লিফলেট ও হ্যান্ডবিল বিতরণের মাধ্যমে প্রচার চালান। এ ঘটনার ছবি ও প্রমাণাদিসহ জিতু মিয়া সেন্টু নামে এক ব্যক্তি ৪ জানুয়ারি লিখিত অভিযোগ করেন।

এছাড়া ৩ জানুয়ারি একই উপজেলার পাঞ্জারাই বাজারে লিফলেট ও হ্যান্ডবিল তৈরি ও বিতরণের মাধ্যমে প্রচার চালানোর অভিযোগ ওঠে। এ সংক্রান্ত ছবি ও দলিলসহ মসফিকুজ্জামান চৌধুরী নোমান নামে আরেক ব্যক্তি ৪ জানুয়ারি কমিটির কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

এমতাবস্থায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে আনিত অভিযোগগুলোর বিষয়ে অনুসন্ধানপূর্বক কেন আইনি ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনে সুপারিশ পাঠানো হবে না—সে বিষয়ে আগামী ১৪ জানুয়ারির মধ্যে কমিটির চেয়ারম্যানের কার্যালয়ে লিখিত ব্যাখ্যা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here