Home আরও শিক্ষাঙ্গন

জকসু নির্বাচনে ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে মাত্র ৬ ভোটের ব্যবধানে শিবির প্যানেল এগিয়ে

17
0

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত আটটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে শীর্ষ তিনটি পদেই শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল এগিয়ে রয়েছে। তবে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত হাড্ডাহাড্ডি অবস্থায় রয়েছে, যেখানে দুই প্যানেলের ব্যবধান মাত্র ছয় ভোট।
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঘোষিত আট কেন্দ্রের ফল অনুযায়ী, শিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৮১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র অধিকার পরিষদ ও ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৮০৪ ভোট।
জেনারেল সেক্রেটারি (জিএস) পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ পেয়েছেন ৮২৫ ভোট। অন্যদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৪২২ ভোট। অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে শিবির প্যানেলের মাসুদ রানা পেয়েছেন ৭৯৯ ভোট এবং ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৬৯০ ভোট।
এদিকে শীর্ষ তিন পদসহ অধিকাংশ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক—এই দুটি পদে এখনো ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। পাশাপাশি নির্বাহী সদস্য পদগুলোর মধ্যেও ছাত্রদল সমর্থিত প্যানেলের কয়েকজন প্রার্থী ভালো অবস্থানে আছেন।
উল্লেখ্য, জকসু নির্বাচনের ভোট গণনা শুরুতে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় স্থগিত ছিল। পরে ম্যানুয়াল ও মেশিন—উভয় পদ্ধতিতে ভোট গণনা শুরু হলেও এখনো সম্পূর্ণ ফলাফল প্রকাশ করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here