আইপিএলের আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মাঠে নামার কথা ছিল বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানের। তবে টুর্নামেন্ট শুরুর আগেই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বোর্ডের নির্দেশ মেনে মুস্তাফিজকে দলে রাখেনি কলকাতা কর্তৃপক্ষ।
আইপিএল থেকে বাদ পড়ায় এবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ তৈরি হয়েছে মুস্তাফিজের সামনে। পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজে তাকে স্বাগত জানিয়ে একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়, ‘ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।’
এদিকে নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে বিশ্বকাপসহ বড় কোনো টুর্নামেন্টে খেলতে ক্রিকেটার পাঠানো নিয়েও অনাগ্রহের কথা জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে দল না পাঠানোর পরামর্শ দেওয়া হয়।
এর প্রেক্ষিতে বাংলাদেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে আইপিএল থেকে ছিটকে গেলেও পিএসএলে অংশগ্রহণের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে আবারও নিজের সক্ষমতা প্রমাণের সুযোগ পাচ্ছেন মুস্তাফিজুর রহমান।










