Home রাজনীতি

ভারতবিরোধী অবস্থানের জেরে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিজেবল

21
0

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর (ডিজেবল) করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

ভিডিও বার্তায় হাসনাত আব্দুল্লাহ জানান, ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি বেশ কিছু দিন আগে ডিজেবল করে দেওয়া হয়। তার দাবি, ভারতবিরোধী অবস্থান নেওয়ার পর একাধিক পোস্টের বিরুদ্ধে কপিরাইট ক্লেইম আনা হয়, যার ফলেই তার আইডিটি বন্ধ করে দেওয়া হয়েছে।

ব্যক্তিগত আইডি বন্ধ থাকায় গত কয়েক দিন ধরে ভক্ত ও সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারেননি বলেও জানান তিনি। এ অবস্থায় এখন থেকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকবেন বলে ঘোষণা দেন। এর আগে পেজটি মূলত অ্যাডমিনদের মাধ্যমে পরিচালিত হতো।

যোগাযোগ সচল রাখতে সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, তার বক্তব্য ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দিতে যেন ভেরিফাইড পেজটি শেয়ার করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান, বিশেষ করে ভারতবিরোধী মত প্রকাশের কারণেই কপিরাইট অভিযোগ তুলে তার ব্যক্তিগত প্রোফাইলটি অকার্যকর করা হয়েছে বলে তিনি মনে করছেন।

বিষয়: রাজনীতিহাসনাত আবদুল্লাহ

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here