Home আরও শিক্ষাঙ্গন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চালু হলো ‘শহীদুল্লাহ্ হল নাইট ক্যান্টিন

14
0

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে চালু হলো ‘শহীদুল্লাহ্ হল নাইট ক্যান্টিন’। শহীদুল্লাহ্ হল সংসদের উদ্যোগে স্থাপিত এ নাইট ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম, শহীদুল্লাহ্ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আমিনুল ইসলাম ভূঁইয়া, ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। এছাড়াও শহীদুল্লাহ্ হল সংসদের ভিপি, জিএস, এজিএসসহ সংসদের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নাইট ক্যান্টিন উদ্বোধনের সময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে রাতে পড়াশোনায় ব্যস্ত থাকে। সেই চাহিদার কথা বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সাশ্রয়ী ও মানসম্মত খাবার নিশ্চিত করাই এই ক্যান্টিন চালুর মূল লক্ষ্য।

নাইট ক্যান্টিনটি প্রতিদিন রাত ৩টা পর্যন্ত খোলা থাকবে। এখানে শিক্ষার্থীরা গ্রিল, চাপ, কাবাব, হাঁসের মাংস, রুটি, পরোটা সহ বিভিন্ন ধরনের খাবার কিনতে পারবেন। পাশাপাশি পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে খাবার ডেলিভারি সেবাও চালু রাখা হয়েছে, যা শিক্ষার্থীদের জন্য বাড়তি সুবিধা যোগ করবে।

শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাতে খাবার নিয়ে যে ভোগান্তি ছিল, নাইট ক্যান্টিন চালুর মাধ্যমে তা অনেকটাই কমবে। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে খাবারের পরিধি ও সেবার মান আরও উন্নত করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র প্রতিনিধিরা মনে করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের জীবনযাত্রা সহজ করবে এবং একটি শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here