Home সারাদেশ

তীব্র শৈত্যপ্রবাহে জয়পুরহাটে বিপর্যস্ত জনজীবন

18
0

উত্তরের কনকনে হিমেল হাওয়া ও ঘন কুয়াশার প্রভাবে শনিবার (৩ জানুয়ারি) ভোররাত থেকে জয়পুরহাট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলে জয়পুরহাটসহ আশপাশের এলাকায় নতুন করে শীতের তীব্রতা বেড়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

এর আগে টানা পাঁচ দিন পর শুক্রবার জেলায় সূর্যের দেখা মিললে আবহাওয়ার কিছুটা উন্নতির আশা করা হয়েছিল। তবে শনিবার ভোর থেকে ফের ঘন কুয়াশা ও হিমেল হাওয়ার দাপট শুরু হওয়ায় শীতের প্রকটতা আবারও বেড়ে যায়।

ভোরের দিকে ঘন কুয়াশা ও শিশির পড়ার কারণে সকাল প্রায় ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন সড়কে অধিকাংশ যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। এতে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে। দুপুর ১২টার দিকে সূর্যের দেখা মিললে তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের দাপট কমেনি। ফলে জেলার সর্বত্র জনজীবনে নেমে আসে জড়তা ও ভোগান্তি।

জয়পুরহাটের পার্শ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছি আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টায় নওগাঁ ও জয়পুরহাট অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চলমান এই পরিস্থিতিকে আবহাওয়া অফিস ‘মৃদু শৈত্যপ্রবাহ’ হিসেবে উল্লেখ করেছে।

এদিকে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে দুস্থ ও হতদরিদ্র মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি ঝুঁকিতে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।

যুগান্তর

প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ও প্রচারের জন্য যোগাযোগ করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here