Home রাজনীতি হাদির হত্যাকারীদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না

হাদির হত্যাকারীদের হাতে দেশ তুলে দেওয়া যাবে না

3
0

জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের হাতে বাংলাদেশকে তুলে না দেওয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ।শুক্রবার (১৯ ডিসেম্বর) ভোর সাড়ে চারটায় সংগঠনটির ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারা এ আহ্বান জানায়।পোস্টে ইনকিলাব মঞ্চ দাবি করে, ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের মাধ্যমে একটি অকার্যকর রাষ্ট্রের চিত্র তুলে ধরার অপচেষ্টা চলছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে পরিকল্পিতভাবে অরাজকতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।সংগঠনটি আরও বলে, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে জঙ্গি ও নিয়ন্ত্রণহীন রাষ্ট্র হিসেবে উপস্থাপনের অপচেষ্টা দীর্ঘমেয়াদে দেশের জন্য ক্ষতিকর হবে। এ পরিস্থিতিতে সহিংসতা পরিহার করে দেশকে স্থিতিশীল রাখতে সরকারকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here