ফরিদপুরের সালথা উপজেলায় অভিযান চালিয়ে ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ রেজাউল মাতুব্বর (৩৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত রেজাউল উপজেলার গট্টি ইউনিয়নের বড় লক্ষনদিয়া গ্রামের মৃত আব্দুর রব মাতুব্বরের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল বুধবার বিকাল অনুমানিক চারটার দিকে বড় লক্ষণদিয়া গ্রামের আশ্রয়ণ কেন্দ্রে অভিযান চালিয়ে রেজাউলকে আটক করে। এসময় তার কাছ থেকে স্টার সিগারেটের একটি খালি প্যাকেটের ভেতর পলিথিনের ব্যাগে মোড়ানো ৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ আতাউর রহমান বলেন, আশ্রয়ণ কেন্দ্রে অভিযান চালিয়ে ইয়াবাসহ রেজাউল মাতুব্বর নামে এক মাদক কারবারীকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সূত্র:যায়যায় দিন










