Home সারাদেশ আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতি শেখ আবু মাসুমের দায়িত্ব গ্রহণ

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে নবনির্বাচিত সভাপতি শেখ আবু মাসুমের দায়িত্ব গ্রহণ

8
0

নওগাঁর আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। নতুন সভাপতি শেখ মো. আবু মাসুম দায়িত্ব গ্রহণ করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনে ১৫ অক্টোবর ২০২৫-এ অনুমোদিত এই গভর্নিং বডির মেয়াদকাল চলবে ২৮ এপ্রিল ২০২৭ পর্যন্ত। পূর্বের সভাপতি মোঃ আশরাফুল ইসলাম এর শিক্ষাগত যোগ্যতা (বিএ পাস) সংক্রান্ত কারণে নতুন সভাপতি হিসেবে শেখ আবু মাসুমকে অনুমোদন দেওয়া হয়েছে।সভায় কলেজের শিক্ষক মণ্ডলী, গভর্নিং বডির সদস্য ও অভিভাবকরা নবনির্বাচিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানান। নবনির্বাচিত সভাপতি শেখ মো. আবু মাসুম বলেন, “কলেজের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত সমৃদ্ধি এবং ছাত্র-ছাত্রীদের জন্য যুগোপযোগী শিক্ষার পরিবেশ সৃষ্টি করাই আমাদের প্রধান চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলা হবে।”

সভায় কলেজের শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সূত্র:যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here