Home জাতীয় রাতভর উত্তেজনার পর বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার

রাতভর উত্তেজনার পর বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার

9
0

মঙ্গলবার মধ্যরাতে উত্তেজনা ছড়ানোর পর বুধবার সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়-বুয়েটের একজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। সাইবার সুরক্ষা আইনে চকবাজার থানায় দায়ের হওয়া একটি মামলায় বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

শ্রীশান্তের বিরুদ্ধে সহপাঠীকে ‘যৌন হয়রানি, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সাইবার বুলিংয়ের’ অভিযোগ তুলে তার শাস্তির দাবিতে মঙ্গলবার মধ্যরাতে বিক্ষোভ শুরু করেন বুয়েটের শিক্ষার্থীরা।

সকালে বিশ্ববিদ্যালয়ের একজন নিরাপত্তা কর্মকর্তা চকবাজার থানায় মামলা করলে সে মামলায় শ্রীশান্তকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলছেন, ‘শ্রীশান্তর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে একটি মামলা করেছেন বুয়েটের একজন নিরাপত্তা কর্মকর্তা। মামলায় তার বিরুদ্ধে সাইবার স্পেসে নারীদের নিয়ে কটুক্তি করার অভিযোগ আনা হয়েছে। তারা মামলার সঙ্গে এমন কিছু স্ক্রিনশট যুক্ত করেছেন যাতে মানুষের ধর্মীয় সেন্টিমেন্টও আঘাতপ্রাপ্ত হয়।’

তার বিরুদ্ধে ‘ধর্ষণের’ অভিযোগ উঠেছিল। মামলায় এরকম কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে উপকমিশনার বলেন, ‘এখানে ধর্ষণের কিছু নেই। তার বিরুদ্ধে মূল অভিযোগ সাইবার স্পেসে নারীদের নিয়ে বাজে মন্তব্য করা ও ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত।’

তালেবুর রহমান বলেন, ‘শ্রীশান্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্তের প্রয়োজনে রিমান্ড চাওয়া হতে পারে।’

সূত্র:যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here