মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২২ জন শিক্ষক ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ গবেষণা অনুদান পেয়েছেন। মন্ত্রণালয়ের অধীনে নির্বাচিত ৬৬২টি প্রকল্পের মধ্যে মাভাবিপ্রবি থেকে অনুমোদিত হয়েছে ১১টি প্রকল্প।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট, রসায়ন এবং নিউট্রিশনাল সায়েন্সসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা এ অনুদান পেয়েছেন।
এদের মধ্যে অধ্যাপক ড. শাহ আদিল ইশতিয়াক আহমাদ, অধ্যাপক ড. রোকেয়া বেগম, অধ্যাপক ড. মো. মাহবুবুল হক, সহযোগী অধ্যাপক ড. তন্ময় রায় তুষার এবং অধ্যাপক ড. মো. আছাদুজ্জামান সিকদারসহ একাধিক গবেষক গুরুত্বপূর্ণ প্রকল্পে অনুদান পেয়েছেন।
গবেষণার বিষয়গুলোর মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াল জিন ট্রান্সফার নিয়ন্ত্রণ, প্রাকৃতিক অ্যান্টিডায়াবেটিক ট্যাবলেট তৈরি, নাইলন ফেব্রিক রং করা, প্লাস্টিক-বিশ্লেষণকারী ব্যাকটেরিয়া, আর্সেনিকজনিত মেটাবলিক রোগ, ফুসফুস ক্যান্সার নিরাময়ে ন্যানো প্রযুক্তির ব্যবহার এবং পানিতে ১,৪-ডাইঅক্সেন দূষণ নির্ণয়।
গবেষণা অনুদান পাওয়া এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. তন্ময় রায় তুষার বলেন, আমরা বাংলাদেশের পানি ব্যবস্থায় ১,৪-ডাইঅক্সেন দূষণের উৎস ও মানবস্বাস্থ্যঝুঁকি চিহ্নিত করতে কাজ করছি। এই গবেষণা দেশের পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন গবেষণা অনুদানপ্রাপ্ত শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেছে, এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে দেশের গবেষণা সক্ষমতা ও উদ্ভাবনী কর্মকাণ্ড আরও সমৃদ্ধ হবে।
সূত্র :যায়যায় দিন








