হবিগঞ্জের মাধবপুর সীমান্তে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি অভিযানে প্রায় ১ কোটি ৪৭ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য ও একটি ট্রাক জব্দ করেছে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ অক্টোবর হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল মাধবপুর উপজেলার সীমান্ত থেকে আনুমানিক ৫ কিলোমিটার ভেতরে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় জিরা জব্দ করা হয়। ট্রাকটির ভিতরে অভিনব কৌশলে মাছের খাবার ও সারের বস্তার আড়ালে এসব জিরা লুকানো ছিল।
জব্দকৃত পণ্য ও ট্রাকের মোট সিজার মূল্য প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা, যা একইদিনে নিয়ম অনুযায়ী হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।এছাড়া ১৮ অক্টোবর আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবি।
এ সময় মাধবপুর উপজেলার সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে সাতছড়ি-চুনারুঘাট রোডে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় কাশ্মীরি শাল, শাড়ি, থ্রি-পিস, জিরা ও ফুচকা জব্দ করে।এই অভিযানে উদ্ধারকৃত পণ্যের সিজার মূল্য আনুমানিক ২২ লাখ ৮০ হাজার টাকা। জব্দকৃত পণ্যগুলো হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র:যায়যায় দিন








