রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউ
রোববার (১৯ অক্টোবর) দুপুরে মিরপুর ১২ নম্বর থেকে শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর ১০ গোলচত্বরে অবস্থান নেন। এসময় তারা ‘ধর্ষকদের ফাঁসি চাই’ ও ‘ন্যায়বিচার চাই’ স্লোগানে মুখর হয়ে ওঠেন।
এর আগে গত ১৬ অক্টোবর রাতে ভুক্তভোগী তরুণী বাদী হয়ে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং–১৯) দায়ের করেন। মামলায় তিনজনকে আসামি করা হয়- মিঠু বিশ্বাস (৪৪), সোহেল রোজারিও (৩৭) এবং বিপ্লব রোজারিও (৪০)।
পুলিশ জানায়, রোববার ভোরে রাজধানীর তেজগাঁওয়ের তেঁজকুনিপাড়া এলাকা থেকে মূল আসামি মিঠু বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সাভারের কমলাপুর গোয়ালিও এলাকার এস. রাফায়েলের ছেলে।
সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) হেলাল উদ্দিন বলেন, ‘গ্রেপ্তার মিঠু বিশ্বাসকে আদালতে পাঠানো হয়েছে। অন্য দুই আসামিকে ধরতে অভিযান চলছে।’
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ অক্টোবর সন্ধ্যায় প্রাইভেট পড়ানো শেষে বাসায় ফেরার পথে ওই তরুণীকে জোরপূর্বক ধরে নিয়ে যায় সোহেল রোজারিও। পরে তার সহযোগী মিঠু বিশ্বাস ও বিপ্লব রোজারিও মিলে তরুণীকে নির্জন স্থানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। পরবর্তীতে কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেয় তারা।
এই ঘটনার পর থেকেই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিন্দার ঝড় বইছে। শিক্ষার্থীরা বলছেন, ‘নারী নিরাপত্তা নিশ্চিত না হলে এমন ঘটনা চলতেই থাকবে। সমাজের প্রতিটি স্তরে যৌন সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।’
শিক্ষার্থীরা জানান, ধর্ষণের শিকার তরুণীর মানসিক অবস্থা ভীষণ খারাপ, তিনি বর্তমানে চিকিৎসাধীন। এ ঘটনায় দ্রুত সব আসামিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ রোমন বলেন, ‘সাভারের একটি ঘটনায় বিইউপি শিক্ষার্থীরা মিরপুর ১০ নম্বরে বিক্ষোভ করেছে। কিছু সময় অবস্থানের পর তারা শান্তিপূর্ণভাবে ফিরে যায়।’
সূত্র :যায়যায় দিন








