Home রাজনীতি আ’লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে জামায়াত : রিজভী

আ’লীগের ভোট পেতে দৌড়ঝাঁপ করছে জামায়াত : রিজভী

11
0

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোট পেতে জামায়াতে ইসলামী বিভিন্ন জায়গায় দৌড়ঝাঁপ করছে বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের এক প্রতিবাদ সভায় তিনি এ দাবি করেন। কোরআন অবমাননা ও রাসুল (স.) নিয়ে কটূক্তির প্রতিবাদে বিএনপির এই অঙ্গ-সংগঠনটি প্রতিবাদ সভার আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতেই নভেম্বরে গণভোটের দাবি তুলেছে জামায়াত। শর্ত দিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে তাদের কোনো মাস্টারপ্ল্যান আছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে।

তিনি আরো বলেন, ‘জামায়াত আওয়ামী লীগের লেজ ধরে চলতে ভালোবাসে, এখনো কেন যেন আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্য কায়দা-কানুন করছে। শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের মৌলিক নীতির বাইরে কথা বলছে তারা।’

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here