‘আমাদের লড়াইটা এই ফ্যাসিস্টের কাঠামোর বিরুদ্ধে’—এ কথা বলেছেন এনসিপির মূখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘বর্তমান সরকার নির্বাচনের পূর্বে প্রত্যেকটি সিদ্ধান্তে জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে হবে। তা কোনো দলের বিপক্ষে গেলেও তাতে কিছু যায় আসে না।’
সারজিস আলম আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের পর কয়েকজন ফ্যাসিস্ট দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু পুরো কাঠামো এখনো টিকে আছে। আমাদের লড়াই সেই কাঠামোর বিরুদ্ধেই। ফ্যাসিস্টের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন ছাড় না পায়, তা নিশ্চিত করতে হবে।’
আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে নেত্রকোনা শহরের বড়বাজার সালতি হলরুমে জেলা এনসিপির উদ্যোগে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য ফাহিম রহমান খান পাঠান, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মো. ফাহিমসহ জেলার বিভিন্ন পর্যায়ের এনসিপি নেতৃবৃন্দ।
সূত্র :যায়যায় দিন








