চট্টগ্রামের চন্দনাইশে ধোপাছড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ইউনিয়ন শ্রমিক লীগের সিনিয়র যুগ্ম সম্পাদককে আটক করেছে পুলিশ।
সোমবার (১৩ অক্টোবর) দিবাগত রাত ১ টার দিকে ধোপাছড়ি পুলিশ তদন্ত কেন্দ্র ও চন্দনাইশ থানা পুলিশের যৌথ অভিযানে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়েছে।আটকরা হলেন- শংখকুল ১নং ওয়ার্ডের নওশা মিয়ার ছেলে মোস্তাক আহমেদ এবং পশ্চিম ধোপাছড়ি (ছামাছড়ি) ৫নং ওয়ার্ডের জিয়াবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম সারোয়ার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে।
সূত্র :যায়যায় দিন








