Home রাজনীতি শিক্ষকদের ওপর হামলা সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না: হাসনাত আব্দুল্লাহ

শিক্ষকদের ওপর হামলা সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না: হাসনাত আব্দুল্লাহ

12
0

রাজধানীর প্রেসক্লাব এলাকায় এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেছেন, “রাস্তার মধ্যে যেভাবে শিক্ষকদের পেটানো হয়েছে, তা কোনো সভ্য রাষ্ট্রের চরিত্র হতে পারে না।”রোববার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংহতি সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষকদের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা ও ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা প্রদানের দাবির প্রতি একাত্মতা জানাতে জাতীয় নাগরিক পার্টির নেতারা শহীদ মিনারে উপস্থিত হন। এসময় দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর সঙ্গে ছিলেন দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির। তারা আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন এবং দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

হাসনাত আব্দুল্লাহ বলেন,

“আমাদের শিক্ষকরা তৃতীয় বা চতুর্থ শ্রেণির জীবনযাপন করেন, অথচ আমরা তাদের কাছ থেকে আশা করি তারা দেশকে প্রথম শ্রেণির নাগরিক উপহার দেবেন। বিদেশে শিক্ষাখাতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে সব খরচ শেষে শিক্ষা খাতই পড়ে থাকে সবচেয়ে পিছনে।”

তিনি আরও বলেন,

“ঢাকায় তো নয়ই, মফস্বলেও কোথাও ২,৫০০ টাকায় বাসা পাওয়া যায় না। দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় সাধারণ জীবনযাপনও কঠিন হয়ে পড়েছে। অথচ আমাদের শিক্ষক সমাজকে সামাজিক মর্যাদা বজায় রেখে চলতে হয়। সরকার তাদের প্রতি অন্যায় আচরণ করছে। শিক্ষকদের রাস্তার মাঝে পেটানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি একটি অসভ্য আচরণ, যার জন্য ক্ষমা চাইতে হবে এবং গ্রেপ্তার শিক্ষকদের অবিলম্বে মুক্তি দিতে হবে।”

এসময় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন,

“যে শিক্ষকদের ছাত্ররা ১৯৭১ সালে রক্ত দিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, সেই শিক্ষকদের আজ রাস্তায় দাঁড়িয়ে দাবি জানাতে হচ্ছে—এটি জাতির জন্য লজ্জার। শিক্ষকরা কোনো করুণা বা ভিক্ষা চান না, তারা প্রাপ্য সম্মান ও অধিকার দাবি করছেন।”

তিনি সরকারের উদ্দেশে বলেন,

“শেখ হাসিনা শিক্ষকদের দাবি বুঝতেন, তার কাছ থেকে শিক্ষা নিন। শিক্ষকদের সঙ্গে টালবাহানা বন্ধ করে তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করুন।”

সূত্র :যায়যায় দিন

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here