Home আন্তর্জাতিক আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিল পাকিস্তান

10
0

আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে পাকিস্তান। আজ রোববার (১২ অক্টোবর) দুই প্রতিবেশীর মধ্যে পাল্টাপাল্টি গোলাবর্ষণের মধ্যে পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শনিবার গভীর রাতে আফগান সেনারা পাকিস্তানি সীমান্ত চৌকিগুলোতে গুলি চালায়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সপ্তাহের শুরুতে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলার প্রতিশোধ হিসেবে এটি করা হয়েছে।পাকিস্তান জানিয়েছে, তারা বন্দুক ও কামানের গোলাবর্ষণের জবাব দিয়েছে। নিরাপত্তা কর্মকর্তারা বলেন, প্রতিশোধমূলক আক্রমণে বেশ কয়েকটি আফগান সীমান্ত চৌকি ধ্বংস করা হয়েছে।

ইসলামাবাদের কর্মকর্তারা আরও জানিয়েছেন, আজ রোববার সকালে গোলাগুলি বেশিরভাগ এলাকায় শেষ হয়ে গিয়েছে। তবে স্থানীয় কর্মকর্তা এবং বাসিন্দাদের মতে, পাকিস্তানের কুররাম এলাকায় মাঝেমধ্যে গোলাগুলি অব্যাহত রয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, রোববার আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের দুটি প্রধান সীমান্ত ক্রসিং, তোরখাম এবং চামান বন্ধ করে দেওয়া হয়েছে। খারলাচি, আঙ্গুর আড্ডা এবং গুলাম খানে কমপক্ষে তিনটি ছোট ক্রসিংও বন্ধ করে দেওয়া হয়।

সীমান্ত বন্ধের বিষয়ে কাবুলের তরফ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আগে বলেছিল, স্থানীয় সময় গত মধ্যরাতে তাদের অভিযান শেষ হয়েছে। তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ আজ বলেছেন, ‘আফগানিস্তানের ভূখণ্ডের কোনো অংশেই কোনো ধরণের হুমকি নেই।’

স্থলবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ইসলামাবাদ তালেবান প্রশাসনকে পাকিস্তানে আক্রমণকারী সশস্ত্র গোষ্ঠীকে আশ্রয় দেওয়ার অভিযোগ করে। যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করে আসছে।

পাকিস্তানের একজন নিরাপত্তা কর্মকর্তার মতে, গত বৃহস্পতিবার কাবুলে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর নেতাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। যদিও ইসলামাবাদ আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি। তিনি বেঁচে গেছেন কি না, তাও স্পষ্ট নয়।

টিটিপি ইসলামাবাদের কেন্দ্রীয় সরকারকে উৎখাত করে ‘ইসলামিক নেতৃত্বাধীন শাসন ব্যবস্থা’ প্রতিষ্ঠার জন্য লড়াই করে আসছে। আফগান তালেবানদের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

সূত্র :যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here