Home খেলা বাংলাদেশকে ২২৮ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

বাংলাদেশকে ২২৮ রানের লক্ষ্য দিল নিউজিল্যান্ড

14
0

ভারতের গুয়াহাটিতে আজ শুক্রবার (১০ অক্টোবর) নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৯ উইকেটে ২২৭ রানের চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করিয়েছে নিউজিল্যান্ড। অর্থাৎ কিউইদের বিপক্ষে জিততে হলে ২২৮ রান করতে হবে বাংলাদেশের মেয়েদের।

শেষ ওভারে বাংলাদেশি বোলার মারুফা আক্তার একটু খরুচে হয়ে ওঠেন। পরপর দুই বলে চার ও ছক্কা হজম করে অবশ্য তুলে নিয়েছেন উইকেটও। গোটা ম্যাচেই বাংলার মেয়েরা বল হাতে সপ্রভিত ছিলেন। নিউজিল্যান্ড ব্যাটারদের হাতখুলে খেলার সুযোগ দেননি। একটু একটু করে কিউইরা গড়েছে মাঝারি সংগ্রহ।
নারী ওয়ানডে বিশ্বকাপে আজ শুক্রবার (১০ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৫০ ওভারে ৯ উইকেটে ২২৭ রান।

ভারতের গুয়াহাটিতে টস জিতে ব্যাটিং বেছে নেয় নিউজিল্যান্ড। বাংলার মেয়েদের বোলিং তোপে স্কোরবোর্ডে ৩৮ রান তুলতেই হারায় তিন উইকেট। চতুর্থ উইকেটে ১১২ রানের জুটি গড়েন অধিনায়ক সোফি ডিভাইন ও ব্রুক হ্যালিডে। ৮৫ বলে ৬৩ রান করে নিশিতা আক্তার নিশির শিকার হন সোফি। ১০৪ বলে ৬৯ করা হ্যালিডেকে ফেরান ফাহিমা খাতুন।

এই জুটি ভাঙার পর আর সেভাবে দাঁড়াতে পারেন কিউই ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি। ২২৭ রানের পুঁজিও অবশ্য কম চ্যালেঞ্জিং নয় বাংলাদেশের জন্য। বাংলাদেশের পক্ষে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেনে রাবেয়া খান। মারুফা আক্তার, নাহিদা আক্তার, নিশি ও ফাহিমার ঝুলিতে একটি করে উইকেট।

সূত্র:যায়যায় দিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here