ম্যাট্রিমনি সাইটে জীবনসঙ্গী খুঁজতে গিয়ে সর্বস্বান্ত হলেন এক স্কুল শিক্ষিকা। যোগ্য জীবনসঙ্গী খুঁজতে গিয়ে কোটি কোটি টাকা খোয়ালেন তিনি। অবশেষে থানায় ছুটলেন, যদিও এখনও পর্যন্ত টাকা ফেরৎ পাননি তিনি। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মহিলার বয়স ৫৯ বছর। তিনি পেশায় একজন স্কুল শিক্ষিকা। তার দুই সন্তান রয়েছে। কিন্তু কেউই তার কাছে থাকেন না। একাকিত্ব দূর করতেই জীবনসঙ্গী খুঁজছিলেন তিনি। সেই কারণেই ম্যাট্রিমনি সাইটে নাম রেজিস্টার করেন। জীবনসঙ্গী খুঁজতে গিয়েই প্রায় আড়াই কোটি টাকা খুইয়েছেন তিনি।
পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, ২০১৯ সালে ডিসেম্বর মাসে ম্যাট্রিমনি সাইটে আহান কুমার নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। সেই যুবক মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা, থাকতেন অ্যাটলান্টায়। পেশায় ওই যুবক ছিলেন ইঞ্জিনিয়ার। ইস্তামবুল, তুরস্কে তিনি কাজ করতে যেতেন। ক্রমেই ওই মহিলার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে যুবকের। কয়েক মাস পর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সময় মহিলাকে নিজের স্ত্রী বলে ডাকতে শুরু করেন যুবক।
মহিলা আরও জানিয়েছেন, ক্রমশ সম্পর্ক আরও গভীর হয়। প্রায়ই ফোন করে যুবক খোঁজখবর নিতেন। স্ত্রী বলেও ডাকতেন। স্বামীর মতোই খেয়াল রাখতেন। যুবকের আচরণে মুগ্ধ হয়ে গিয়েছিলেন তিনি। ২০২০ সালের ডিসেম্বর মাসে মহিলার থেকে খাবার কেনার টাকা চান যুবক। তখন থেকেই নানা অজুহাতে মহিলার থেকে লক্ষ লক্ষ টাকা চাইতে শুরু করেন যুবক। কখনও খাবার কেনার, কখনও ওষুধের জন্য, কখনও প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য।সেই থেকে এখনও পর্যন্ত মোট ২ কোটি ২৭ লক্ষ টাকা যুবককে অনলাইনে পাঠিয়েছিলেন মহিলা। অনুরোধ করা সত্ত্বেও যুবক একটি টাকাও ফেরত দেননি। উল্টো সম্প্রতি আরও সাড়ে তিন লক্ষ টাকা চেয়েছেন। অবশেষে ৩ অক্টোবর থানায় এফ আই আর দায়ের করেন তিনি। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে
সূত্র :যায়যায় দিন








