দেশের বাজারে খাদ্যের ক্রমবর্ধমান চাহিদা পূরণে বড় আকারের আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে ২ লাখ ২০ হাজার টন গম ও ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল কেনার অনুমোদন দিয়েছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
মঙ্গলবার (৭ অক্টোবর) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির চলতি বছরের ৪০তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।
খাদ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে খাদ্য অধিদপ্তর সরকার থেকে সরকার (জিটুজি) চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের এ্যাগ্রোক্রপ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড থেকে ২ লাখ ২০ হাজার টন গম আমদানি করবে। এ জন্য ব্যয় হবে ৮২৫ কোটি ৩১ লাখ ৬৮ হাজার টাকা। প্রতিটি টনের দাম নির্ধারণ করা হয়েছে ৩০৮ মার্কিন ডলার।
অন্যদিকে, খাদ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাব অনুযায়ী, আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের এম.এস. বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড, জাওহার নগর, রায়পুর থেকে ৫০ হাজার টন বাসমতি সিদ্ধ চাল কেনা হবে। এ চুক্তির ব্যয় ধরা হয়েছে ২১৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার টাকা।
এছাড়া সভায় স্থানীয় সরকার বিভাগের প্রস্তাব অনুযায়ী ঢাকা ওয়াসার ‘ঢাকা ওয়াটার সাপ্লাই নেটওয়ার্ক ইমপ্রুভমেন্ট প্রজেক্ট’-এর আওতায় পাইপ সরবরাহ ও স্থাপন সংক্রান্ত একটি প্যাকেজের ভেরিয়েশন অনুমোদন করা হয়েছে। মূল চুক্তিমূল্য ছিল ৩৪ কোটি ৯৫ লাখ ৯১ হাজার টাকা, যা নতুন ভেরিয়েশন যোগে বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা। কাজটি সম্পন্ন করবে বাংলাদেশের আরএফএল প্লাস্টিক লিমিটেড।
এ ছাড়া বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) দুটি প্রকল্প এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের একটি প্রকল্প অনুমোদন দিয়েছে কমিটি। সরকারের এ পদক্ষেপে বাজারে গম ও চালের সরবরাহ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে, যা মূল্য নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ভোগান্তি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সূত্র:যায়যায় দিন








