Home রাজনীতি দুর্গাপূজা: শুভেচ্ছা জানিয়ে ‘সম্প্রীতির বার্তা’ দিলেন তারেক রহমান

দুর্গাপূজা: শুভেচ্ছা জানিয়ে ‘সম্প্রীতির বার্তা’ দিলেন তারেক রহমান

14
0

হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ সেপ্টেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান।

ভিডিওতে তারেক রহমান বলেন, “বাংলাদেশসহ সারা বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ থেকে শুরু হচ্ছে। আমি এ উপলক্ষে দেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা।”

তিনি আরও বলেন, দেশের মানুষ, ধর্ম, গোষ্ঠী ও সম্প্রদায় নির্বিশেষে উৎসব উদযাপন করবে, যা বাংলাদেশের প্রাচীন সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রকাশ। “এ উৎসবের মাধ্যমে আমাদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব আরও দৃঢ় হয়,” মন্তব্য করেন তিনি।

তারেক রহমান উল্লেখ করেন, বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রের দায়িত্ব হল প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বলেন, “পবিত্র হাদিসে বলা হয়েছে যে, রাষ্ট্রের নিরাপত্তা প্রাপ্ত অমুসলিমদের নির্যাতন, অধিকার হরণ বা ধন-সম্পদ হরণ করা গুরুতর অপরাধ। এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নাগরিকরা অন্যের নিরাপত্তা ও সম্মান রক্ষায় নৈতিক দায়িত্ব পালন করবে। এছাড়া তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, “শারদীয় উৎসবকে কেন্দ্র করে কেউ সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি বা নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা যেন না করে।”

শেষে তারেক রহমান হিন্দু সম্প্রদায়কে উৎসব উদযাপনের জন্য আহ্বান জানিয়ে বলেন, “আপনারা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে সারা দেশে নিরাপদে আনন্দ উদযাপন করুন এবং সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার। আমাদের দল বিএনপি পক্ষ থেকে আবারও আন্তরিক শুভেচ্ছা।”

সূত্র :যায়যায় দিন

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here